সব দর্শন ঘটনা চেতনা ভাবনা কর্ম সৃষ্টি
সব লাভ ক্ষতি খোজ অভাব আশা নিরাশা
সব ব্যর্থতা সফলতা অক্ষমতা
সব অতীত বর্তমান ভবিষ্যত
সব জগত ইতিহাস সম্ভাবনা
সব আমি তুমি তিনি
সব জীবন যন্ত্র বস্তু
সব বায়ু জল শক্তি বুদ্ধি স্মৃতি সত্যি মিথ্যা মায়া
সবার অন্তরালে
সবার একমাত্র কারণ
খুঁজে পাওয়া অসম্ভব
সব ঘটনাই বহিঃ প্রকাশ
তার আর কোনো প্রকাশ নেই
কোনো ঘটনা কম বেশি বা বদলানো অসম্ভব
অতীতের আগে ভবিষ্যতের পরে এখনের পিছনে
নেই নেই নেই
আছে সুরু আছে শেষ
না আছে তার আগে না আছে তার পরে
না কায়া মায়া বুদ্ধি স্মৃতি আশা ভাবনা আলো আধার দৃষ্টি শব্দ না বোধ না না না
আবার আবার আবার
সাজায় নতুন সাজে
নতুন অলংকারে সময়ে অমিলে সত্যিতে মিথ্যাতে সংসারে মায়াতে
অন্তরাল ই একমাত্র বাস
নিশব্দ চির স্থির
অন্তরাল তার অন্তরালে কেও নেই কিছু নেই
অন্তরাল
সব প্রকাশিত
সব লাভ ক্ষতি খোজ অভাব আশা নিরাশা
সব ব্যর্থতা সফলতা অক্ষমতা
সব অতীত বর্তমান ভবিষ্যত
সব জগত ইতিহাস সম্ভাবনা
সব আমি তুমি তিনি
সব জীবন যন্ত্র বস্তু
সব বায়ু জল শক্তি বুদ্ধি স্মৃতি সত্যি মিথ্যা মায়া
সবার অন্তরালে
সবার একমাত্র কারণ
খুঁজে পাওয়া অসম্ভব
সব ঘটনাই বহিঃ প্রকাশ
তার আর কোনো প্রকাশ নেই
কোনো ঘটনা কম বেশি বা বদলানো অসম্ভব
অতীতের আগে ভবিষ্যতের পরে এখনের পিছনে
নেই নেই নেই
আছে সুরু আছে শেষ
না আছে তার আগে না আছে তার পরে
না কায়া মায়া বুদ্ধি স্মৃতি আশা ভাবনা আলো আধার দৃষ্টি শব্দ না বোধ না না না
আবার আবার আবার
সাজায় নতুন সাজে
নতুন অলংকারে সময়ে অমিলে সত্যিতে মিথ্যাতে সংসারে মায়াতে
অন্তরাল ই একমাত্র বাস
নিশব্দ চির স্থির
অন্তরাল তার অন্তরালে কেও নেই কিছু নেই
অন্তরাল
সব প্রকাশিত
সব অপ্রকাশিত
প্রথম অদ্বিতীয় অনন্ত
যা পাই তাই প্রসাদ
প্রথম অদ্বিতীয় অনন্ত
যা পাই তাই প্রসাদ
যে খানে আছি সেই প্রাসাদ
যা দেখি অভূতপূর্ব
জানিনা বুঝিনা
আর কিছু নয় আমার একমাত্র দরকার
আমার শেষ
আমি
আমি আমার সব কিছু
জীবন জগত জানা দায়িত্য সম্পদ স্মৃতি বুদ্ধি দেহ মন আশা
অতীত ভবিষ্যত বর্তমান
করা বলা ভাবনা
প্রতিজ্ঞা
নিজের জন্য কিছু না রেখে আমার সব প্রকাশ
আমি সমেত
সম্পূর্ণ ভাবে অর্পণ করলাম
অপ্রাকাশিতকে
অন্তর্যামী সাক্ষী
অন্তরাল
যা দেখি অভূতপূর্ব
জানিনা বুঝিনা
আর কিছু নয় আমার একমাত্র দরকার
আমার শেষ
আমি আমার সব কিছু
জীবন জগত জানা দায়িত্য সম্পদ স্মৃতি বুদ্ধি দেহ মন আশা
অতীত ভবিষ্যত বর্তমান
করা বলা ভাবনা
প্রতিজ্ঞা
নিজের জন্য কিছু না রেখে আমার সব প্রকাশ
আমি সমেত
সম্পূর্ণ ভাবে অর্পণ করলাম
অপ্রাকাশিতকে
অন্তর্যামী সাক্ষী
অন্তরাল
No comments:
Post a Comment