Sunday, December 7, 2014

সঙ্গী

আমার জীবদষায় আমার কোনো কিছুর দরকার নেই
কথারও না লেখারও না ভাবারও না
সর্ব সাক্ষী রাখিয়া এবং করিয়া আমার আমরণ প্রতিজ্ঞা

ইহ জগত ভাসিয়া গেল
কোনো কিছুর দরকার হইলেও
আর কখনো পাইবো না
সর্ব সঙ্গী হারাইলাম

অফুরন্ত অভাবকে চিরস্থায়ী সঙ্গী পাইলাম

[আমার এই নুতন পরিবেশে
আমার প্রতিজ্ঞার এবং বাচার বা কোনো কিছুর বা কারোর
কোনো দরকার বা মূল্য বা অর্থ নেই]

আমার সব কিছু সর্বক্ষণ অফুরন্ত ফেলে ছড়িয়ে দিয়ে শেষ হবার উপায় নেই ।

[I am always positive inexhaustible and in plenty. I am richer than the richest in all time.]

No comments:

Post a Comment