Thursday, November 27, 2014

আধার

আমি দর্শক
আমি শ্রোতা
আমি পাঠক
আমি লেখক
আমি পরিচালক
আমি অভিনেতা
আমি প্রেমী আমি প্রেমিকা
সব আমি কেউ নেই কিছু নেই সময় নেই
সব এখন
হাজার বছর পরে ও
আমি পড়ব
আমি শুনব
আমি দেখব
আমার এখনের নাটক ভালবাসা গল্প কথা লেখা
সব আছে সব থাকে চির দিন এখনে
তখনে যখন কেও নেই কিছু নেই আমি নেই
আধার
সেই আমি প্রথম অদ্বিতীয়
ভাবনা
নেই

No comments:

Post a Comment